জার্মানির বিদায়
খেলাধুলা ডেস্ক: জার্মানি বিশ্বকাপ খেলেই সেমিফাইনাল থেকে, এটা যেন স্বতসিদ্ধ সত্য কথা। সর্বশেষ জার্মানি কবে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল সেটা জানতে আপনাকে ঘাটতে হবে রেকর্ডের বই। এমন ঘটনা ঘটেছে ৮০ বছর আগে, ১৯৩৮ সালে। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় অংশগ্রহণে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা।
অনেক বছর ঘুরে রাশিয়া বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন জার্মানি। বুধবার গ্রুপপর্বের বাঁচা-মরার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরেছে তারা। প্রথম ম্যাচেই মেক্সিকোর কাছে অঘটনের শিকার হতে হয়েছে জার্মানিকে। পরের ম্যাচে জিতলেও নকআউটে যেতে আজ কোরিয়ার বিপক্ষে জিততেই হতো জার্মানিকে। কিন্তু শ্বাসরুদ্ধকর এই ম্যাচে হেরেই গেল জার্মানি। যাতে বিদায় হলো বিশ্বচ্যাম্পিয়নদের।