গণতন্ত্র আছে বলেই বিএনপির নেতারা অগণতান্ত্রিকভাবে অশ্রাব্য ভাষায় কথা বলছেন: কাদের

ডেইলিইউকেবাংলা নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা অগণতান্ত্রিকভাবে অশ্রাব্য ভাষায় কথা বলতে পারছেন।

গণতন্ত্র অবরুদ্ধ দিবস উপলক্ষে সোমবার মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন,বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকতো,তাহলে বিএনপির নেতারা প্রকাশ্যে অগণতান্ত্রিক, অশ্রাব্য ভাষায় শেখ হাসিনা ও তার সরকারকে গালি-গালাজ করতে পারতো না।এ সব অশ্রাব্য মিথ্যাচার করার পরও পল্টন অফিসের সাংবাদিক সম্মেলন বন্ধ করেনি,পুলিশ হস্তক্ষেপ করেনি।ওবায়দুল কাদের বলেন,তারা (বিএনপি) যেখানে ইচ্ছা বক্তব্য দিচ্ছেন।সরকারের বিরুদ্ধে অগণতান্ত্রিক ভাষায় কথা বলেও তারা বলছে দেশে গণতন্ত্র নাই।টকশো-এ গিয়ে তাদের নেতারা যে ভাষা ব্যবহার করেন,এখানে আমরা বিরোধী দলে থাকলে টকশো করার পর তারা রাস্তায় আটকাতো। আমরা তা পারি না।তারা স্বাধীনভাবে কথা বলছেন,তারপরও তারা বলছেন দেশে গণতন্ত্র নাই।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ,প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিবায়াত,মুজিবুর রহমান চৌধুরী,অধ্যাপক আমজাদ হোসেন,আব্দুস সাত্তার মাসুদ,যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল,সাংগঠনিক সম্পাদক বদিউল আলম,ফজলুল হক আতিক,যুব নেতা কাজী আনিসুর রহমান,মিজানুল ইসলাম মিজু,ইকবাল মাহমুদ বাবলু,ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাট প্রমুখ

Leave a Reply

Developed by: TechLoge

x