টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এই ম্যাচের মধ্য দিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ দল।এর আগে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে দাপুটে জয়ে পেয়েছে সাকিব-তামিমরা। প্রথম ম্যাচে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দু’দল।গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হওয়া খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও চ্যানেল নাইন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল,এনামুল হক বিজয়,সাকিব আল হাসান,মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ,সাব্বির রহমান,মোসাদ্দেক হোসেন সৈকত,মেহেদী হাসান মিরাজ,মাশরাফি বিন মুর্তজা,রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল,এভিন লুইস,শাই হোপ, জেসন মোহাম্মদ, শিমরন হেটমায়ার, জ্যাসন হোল্ডার,রোভম্যান পাওয়েল,কিমো পল,দেবেন্দ্র বিশু,অ্যাশলে নার্স ও আলজারি জোসেফ।

Leave a Reply

Developed by: TechLoge

x