ক্রিকেটার মোসাদ্দেকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

স্পোর্টস ডেস্কঃ এবার জাতীয় দলের উদীয়মান ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত এর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করলেন তার স্ত্রী সামিয়া শারমিন।ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতে এই মামলাটি দায়ের করা হয়।এর আগেও নারী নির্যাতন ও নারী সংক্রান্ত কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।রুবেল হোসেন,নাসির হোসেন,আরাফাত সানি,সাব্বির রহমান,মোহাম্মদ শহীদের পর এবার নারী কেলেঙ্কারিতে যোগ হলো আরেক নাম।

জানা গেছে, ২০১২ সালের ২৮ অক্টোবর মোসাদ্দেক হোসেন সৈকতের সাথে তার আপন খালাত বোন সামিয়া শারমিন সামিয়ার বিয়ে হয়। বিয়ের পূর্বে খালাত বোন সামিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও দুই পরিবারের সম্মতিক্রমে পারিবারিক পরিবেশে কন্যার নিজ বাসায় বরের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।সামিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, ‘সৈকত (মোসাদ্দেক হোসেন) সম্পর্কে স্ত্রীর খালাতো ভাই। পারিবারিকভাবে মেলামেশা থেকেই প্রেম এবং বিয়ে। ছয় বছর আগেই তাদের বিয়ে হয়। বিয়ের পর কয়েক বছর ভাল কাটলেও যখনই মোসাদ্দেক সৈকত জাতীয় দলে নিয়মিতভাবে সুযোগ পাওয়ার পর থেকেই তার নৈতিক স্থলন ঘটতে শুরু করে।’

অভিযোগে জানা যায়,সে (মোসাদ্দেক) ঘরে বসে বন্ধুদের নিয়ে মদপান করতে শুরু হরে।অন্য নারীতে আকৃষ্ট হওয়া,তথা নানা অসামাজিক কার্যক্রমে লিপ্ত হতে থাকে।স্ত্রীর পক্ষ থেকে তাকে ওইসব অসামাজিক কার্যক্রম বন্ধের কথা বলতেই সে তেলে-বেগুনে জ্বলে ওঠে। তা থেকেই শুরু হয় বিবাদ ও দূরত্ব। তখন স্বজনরা পারে তারকা খ্যাতি,নাম-ডাক ও অর্থ তাকে বদলে দিয়েছে।সৈকতের স্ত্রী বিষয়টা জাতীয় দলের ম্যানেজার সুজনকে জানিয়েছেন।সুজন সামিয়ার কথা শুনে আশ্বস্ত করে বলেন,ঠিক আছে মোসাদ্দেক সৈকত ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকা সফর শেষে দেশে ফিরে আসুক তারপর কথা বলে একটা আপোষ রফা করে দেবেন। সেই অনুযায়ী ১৫ আগস্ট জাতীয় দলের ম্যানেজার সুজন এর সাথে সামিয়া ও সৈকতের দেখা করার কথা ছিল।’

সামিয়ার ভাই মোজাম্মেল গণমাধ্যমকে জানান,ক্রিকেটার সৈকত ওয়েস্ট ইন্ডিজ যাবার আগে আমি ছোট বোন সামিয়া শারমিনকে আমার বাসায় এনে রাখি।সৈকত সুজন সাহেবের সাথে বসার কথা বলে গত ১৪ আগস্ট আমার বোনকে তার বাসায় নিয়ে যায়। এরপর তার বাসায় নিয়ে বোনের ওপর অকথ্য নির্যাতন চালায়।তাকে শারীরিকভাবে আঘাতের পাশাপাশি হুমকিও দেয়। সৈকতের নির্মম নির্যাতন ও হুমকিতে আজ আমার ছোট বোন তার বিপক্ষে নারী ও শিশু নির্যাতন মামলা করতে বাধ্য হয়েছে।’ জানা যায়, ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এক নম্বর আদালতে আজই মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Developed by: TechLoge

x