ছেলের বাবা হলেন তাসকিন

স্পোর্টস ডেস্কঃ পুত্র সন্তানের বাবা হলেন তাসকিন আহমেদ।শনিবার রাত সোয়া ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তাসকিন নিজেই।তাসকিন বলেন,আলহামদুলিল্লাহ! ছেলে সন্তানের বাবা হয়েছি। খুব খুশি লাগছে। মা ও ছেলে দু’জনেই ভালো আছে।আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।এর আগে ওই ডানহাতি পেসার তার ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ছবি শেয়ার করেন।ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন তাসকিনের স্ত্রী সৈয়দ রাবেয়া নাঈমা এবং তিনি আগলে রেখেছেন একটি নবজাতককে।সামনে রয়েছেন তাসকিন নিজে।ছবিটি তাসকিনই তুলেছেন বোঝা যাচ্ছে।শেয়ার করা ওই ছবির ক্যাপশনে তাসকিন শুধু লিখেছেন- আলহামদুলিল্লাহ!

Leave a Reply

Developed by: TechLoge

x