সাকিবকে দেখতে গেলেন মাশরাফি

স্পোর্টস ডেস্কঃ ধীরে হলেও সুস্থ হয়ে উঠছেন সাকিব।তবে তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে সাকিব আল হাসানকে।

আজ রোববার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এমন কথাই বলেছেন সাকিবের হাতে অস্ত্রোপচারকারী চিকিৎসক।এদিকে গতকাল শনিবার রাতে ঢাকায় পৌঁছে আজই অ্যাপোলো হাসপাতালে গিয়ে হাজির হয়েছেন অধিনায়ক মাশরাফি।সাকিবের সঙ্গে কিছু সময় কাটালেন তিনি।তবে আজই হাসপাতাল ছেড়েছেন সাকিব।সাকিবের চিকিৎসক এম আলী সাংবাদিকদের বলেন,উনার একটি ডেফিনেট সার্জারি লাগবে। সে সার্জারিটা ইনফেকশন কন্ট্রোল হওয়ার কমপক্ষে তিন সপ্তাহ পরে  করতে হবে।

এদিকে দেখতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন,ইমপ্রুভ করেছে। ডাক্তার বলল,ও ভালোর দিকে।তবে একটা দুঃসংবাদও আছে সাকিবভক্তদের জন্য। আইসিসির ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থানটি হারিয়েছেন সাকিব।ওই স্থানে এখন আছেন আফগানিস্তানের রশিদ খান।

বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজে বাঁ-হাতের কনিষ্ঠাঙ্গুলিতে চোট পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।সেই চোট সারতে না সারতেই দেশের খেলতে নেমে পড়েন তিনি।বিসিবির অনুরোধে খেলতে রাজি হয়েছেন ঠিকই,তবে আঙুল ফুলে গেলেও বুঝতে পারেননি কব্জি পর্যন্ত ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সংক্রমণ।ডাক্তার জানিয়েছেন আর সামান্য কয়েক ঘণ্টা দেরী হলেই পুরো হাতে সংক্রমণ ছড়িয়ে পড়ত। এমনকি হাত কেটে বাদও দেওয়া লাগতে পারত। দেশে ফিরে এসেছেন সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষের ম্যাচের আগেই।তাঁকে ছাড়াই ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

Leave a Reply

Developed by: TechLoge

x