অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দলকে মন্ত্রিসভার অভিনন্দন
ডেইলিইউকেবাংলা নিউজঃ সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিপরিষদ। আজ সোমবার (৮ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে আলোচ্যসূচির বাইরে এই বিষয়ে আলোচনা হয় এবং অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সোমবার (৮ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
গতকাল রবিবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলায় বাংলাদেশ দল নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয়। তারা অপরাজেয় থেকে এই শিরোপা জিতে।এর আগে এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানান।