জীবন পেয়েও ব্যর্থ লিটন, অভিষেকে শূন্য রাব্বির
স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে।টস জিতে প্রথম ব্যাট করছে টাইগাররা।তবে শুরুটা শুভ হয়নি তাদের।টেন্ডাই চাতারার জোড়া শিকারে শুরুতেই চাপে স্বাগতিকরা।শেষ খবর পর্যন্ত ৬ ওভার শেষে ২ উইকেটে ১৭ রান করেছে বাংলাদেশ।ইমরুল কায়েস ১২ ও মুশফিকুর রহিম শূন্য রান নিয়ে ব্যাট করছেন।
রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপিত মাশরাফি বিন মুর্তজা।এ ম্যাচে অভিষেক ঘটেছে ফজলে মাহমুদ রাব্বির।চোটের কারণে এ সিরিজে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তিনি।
চোটের কারণে দলে নেই বাংলাদেশ ক্রিকেটের আরেক মহারথী তামিম ইকবাল।তার জায়গায় খেলবেন ইমরুল কায়েস।আর জ্বরের কারণে বিশ্রাম দেয়া হয়েছে পেসার রুবেল হোসেনকে।তার স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।এখন পর্যন্ত ওয়ানডেতে ৬৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে।টাইগারদের ৪১ জয়ের বিপরীতে রোডেশিয়ানদের জয় ২৮টি। শেষ ১০ ম্যাচে জয়ী দলের নাম বাংলাদেশ। ২০১০ সালের ডিসেম্বরের পর ঘরের মাঠে স্বাগতিকদের হারাতে পারেনি জিম্বাবুয়ে।