টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। ঢাকায় ২৮ রানে জেতার পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেয়েছিল তারা।শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিতলেই আরেকটি হোয়াইটওয়াশ করার কীর্তি গড়বে স্বাগতিকরা।

২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ।সেবার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩-২ ব্যবধানে। এরপর থেকে জয়ের পাল্লাটা ভারি হয়েই চলেছে বাংলাদেশের। সব মিলিয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি ১০ বার সিরিজ জিতেছে তাদের বিপক্ষে। দেশের মাটিতেই ৮ বার, বাকি দুবার জিম্বাবুয়ের মাটিতে। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৬ সালে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে মাশরাফিরা।এর আগে ১১ বার প্রতিপক্ষকে হোয়াইওয়াশ করার সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ।তাতে জিম্বাবুয়েই সবচেয়ে বেশি ধবলধোলাই হয়েছে।মাশরাফি অবশ্য হোয়াইটওয়াশ নিয়ে কিছু বললেন না।তবে জয়টা যে ভাবনায় আছে সেই কথাই মনিয়ে করিয়ে দিলেন সবাইকে,ম্যাচ জিতলে এমনিতেই হোয়াইটওয়াশ হয়ে যাবে তারা।আমরা জয়ের অভ্যাসটা ধরে রাখতে চাই।নিজেদের সেরাটা দিয়ে ম্যাচটা জিততে চাই।

Leave a Reply

Developed by: TechLoge

x