তফসিল ঘিরে নিরাপত্তা জোরদার করতে ইসির বৈঠক
ডেইলিইউকেবাংলা নিউজঃ আগামী নির্বাচনের তফসিল নিয়ে নিজেদের মধ্যে চূড়ান্ত আলোচনার আগে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা পুলিশের সঙ্গে আলোচনা করেছেন।শনিবার বেলা ১১টার পর নির্বাচন ভবনে ঢাকা মেট্রোপলিটন কমিশনারের সঙ্গে ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়েছে।এই বৈঠকে চার নির্বাচন কমিশনার ছিলেন না।ইসি সচিব হেলালুদ্দীন আহমদকে নিয়ে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ ৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন সিইসি।বৈঠক শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের সঙ্গে কোনো বলেননি।হেলালুদ্দীন আহমদ বলেন,একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন,সিইসি,নির্বাচন কমিশনারদের নিরাপত্তা ও তফসিল পরবর্তী মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে এসেছিল ডিএমপির প্রতিনিধি দল।তফসিলের আগে এটি একটি রুটিন সাক্ষাৎ বলে উল্লেখ করেন একজন পুলিশ কর্মকর্তা।রোববার নির্বাচন ভবনেই কমিশনের বৈঠকে তফসিল নিয়ে চূড়ান্ত আলোচনা হবে।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)