চট্টগ্রামে শিবির কার্যালয়ে বিস্ফোরণ, ঘিরে রেখেছে পুলিশ

ডেইলিইউকেবাংলা নিউজঃ নগরীর চন্দনপুরা এলাকায় ছাত্রশিবির কার্যালয়ে অভিযান চালিয়ে ৬টি ককটেল,এক বোতল পেট্রল,কাঁচের বোতল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় পুলিশের একটি টিম শিবির কার্যালয়ে অভিযানে গেলে ভবনের ভেতরে কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।পরে পুলিশ ভবনটি ঘিরে ফেলে।বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা এসে ভবনের ভেতরে অভিযান শুরু করে।চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন,আমাদের কাছে তথ্য রয়েছে শিবির কার্যালয়ে সক্রিয় সদস্যরা অবস্থান করছে। আমরা এলাকায় ব্লক রেড দেওয়ার সময় শিবির কার্যালয়ের ভবনের চতুর্থ তলায় ৪/৫টি বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণের আওয়াজ বোমার শব্দের মত মনে হয়েছে।এতে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে ভবনের পিছন দিয়ে পালিয়ে গেছে।পুলিশ জানায়,পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর শিবির কার্যালয় সংলগ্ন নবাব সিরাজদ্দৌল্লা রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

এ প্রসঙ্গে নগর পুলিশের উপ-কমিশনার মেহেদী হাসান বলেন, শিবির কার্যালয়সহ ৬টি স্থানে আমরা ব্লক রেড চালানো হচ্ছে। এসব স্থানে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য জামায়াত শিবিরের সক্রিয় লোক অবস্থান করছে বলে তথ্য রয়েছে। এরপর আমরা অভিযান চালানোর প্রস্তুতি গ্রহণ করি।জামায়াত-শিবির অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত চন্দনপুরা এলাকায় শিবিরের মহানগর কার্যালয় অবস্থিত। শিবির কার্যালয়ের সামান্য দূরত্বে জামায়াতের নগর কার্যালয় অবস্থিত।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x