প্রধানমন্ত্রীকে সার্বিক সহযোগিতার আশ্বাস ১২ ইসলামি দলের
ডেইলিইউকেবাংলা নিউজঃ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে সংলাপে যোগ দিয়ে ইসলামী দলগুলোর নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১২টি ইসলামী দলের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংলাপ শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।একাদশ জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার জোটের নেতাদের সঙ্গে সংলাপে ১২টি ইসলামী দলের প্রায় ৫২ জন নেতা অংশগ্রহণ করেন।ওবায়দুল কাদের বলেন,তারা জানিয়েছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে আগামীতে ক্ষমতায় ফিরে আসতে পারেন সেজন্য তাদের পূর্ণ সহযোগিতা থাকবে।তিনি জানান,ইসলামী দলগুলোর প্রত্যেক নেতা বলেছেন,তারা সংবিধান অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য তাদের সমর্থন বৃদ্ধি করবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,গত ১০ বছরে সফলভাবে দেশ পরিচালনার জন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক প্রশংসা করেছেন।মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতার আদর্শ বজায় রাখার জন্য সবাই সহমত প্রকাশ করেছেন।ওবায়দুল কাদের বলেন,৯ নভেম্বর থেকে দলের প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনয়ন ফরম দেওয়া শুরু করবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ধানমণ্ডি এলাকায় তার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু করবেন।১২টি ইসলামী দলের মধ্যে রয়েছে- ইসলামী ঐক্যজোট,বাংলাদেশ মুসলিম লীগ,বাংলাদেশ জালালি পার্টি,আশেকিন আওলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ,জাকের পার্টি,বাংলাদেশ জাতীয় ইসলামী জোট,বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট এবং ইসলামিক গণতান্ত্রিক জোট।
গত ১ নভেম্বর ড.কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের নেতারা।২ নভেম্বর ডা.এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপ করেন ১৪ দলের নেতারা।৫ নভেম্বর এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসে তারা।আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার জোটের নেতাদের সঙ্গে আবারও আলোচনায় বসবেন ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)