বুধবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ

ডেইলিইউকেবাংলা নিউজঃ আগামীকাল বুধবার সকাল ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতারা।ঐক্যফ্রন্টের ১১জন নেতা এ সংলাপে অংশ নেবেন।মঙ্গলবার রাত পৌনে আটটায় বাংলাদেশের সংবিধান প্রণেতা,জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন এর চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে ১১ সদস্যের প্রতিনিধি দল গণভবনে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

বৈঠকে ড. কামাল হোসন ছাড়াও উপস্থিত ছিলেন- ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন,সাবেক প্রধানমন্ত্রী মওদুদ আহমেদ,নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না,গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরী,জাতীয় ঐক্য প্রক্রিয়ার মোস্তফা মহসীন মন্টু,জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব প্রমুখ।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x