টানা মুমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি
স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক।এটা টেস্ট স্পেশ্যালিস্ট খ্যাত এই ব্যাটসম্যানের ৮ম শতক।৯ চার ও এক ছক্কার সাহায্যে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।এর আগে,সদ্য সমাপ্ত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি।এই প্রতিবেদন লেখার সময় তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৮ রান।১৩৮ বলে ১০৭ রানে অপরাজিত মুমিনুল।একাদশ থেকে বাদ পড়েছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও অলরাউন্ডার আরিফুল হক।
চার স্পিনার,এক পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। একমাত্র পেসার মুস্তাফিজুর রহমান। অফ স্পিনার নাঈম ও বাঁহাতি স্পিনার সাকিবের সঙ্গে স্পিন আক্রমণে আছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
ওয়েস্ট উইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, শিমরন হিটমেয়ার, রোস্টন চেজ, সুনীল আম্ব্রিস, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকেন, কেমার রোচ ও দেবেন্দ্র বিশু।