দুই বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

ডেইলিইউকেবাংলা নিউজঃ সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার এ তথ্য জানিয়েছেন।সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক আবদুল হামিদ জানান,সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে কড্ডার মোড় এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হন।থেমে থাকা যাত্রীবাহী একটি বাসকে আরেকটি বাস পেছন থেকে ধাক্কা দিলে যাত্রীবাহী বাসটি সামনে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।তিনি আরও বলেন,ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x