ধানের শীষ নিয়ে লড়বেন ২৯৮ জন

ডেইলিইউকেবাংলা নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন ২৯৮জন প্রার্থী।বিএনপি নিজেদের জন্য ২৪২টি আসন রেখে শরিকদলগুলোর জন্য বাকি আসন ছেড়ে দিয়েছে।প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রোববার দলটি জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়ে প্রতীক বরাদ্দের অনুরোধ করেছে।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার চূড়ান্ত তালিকা সংবলিত চিঠিতে সই করেছেন।

বাকি দুটি আসনের প্রার্থী ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন না।তারা হলেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড.অলি আহমেদ।তিনি নিজ দলের ‘ছাতা’ প্রতীক নিয়ে চট্টগ্রাম-১৪ আসনে লড়বেন।এছাড়া কক্সবাজার-২ ধানের শীষের কোনও প্রার্থী নেই।এখানে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন মনোনীত প্রতীকে ভোট করবেন।তাকেই ২০ দল সমর্থন দিচ্ছে।আওয়ামী লীগের পক্ষ থেকে ২৭২ জন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন,এর মধ্যে আওয়ামী লীগের আছেন ২৫৮ জন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x