ভোটের মাঠে ১৮৪১ প্রার্থী, স্বতন্ত্র ৯৬

ডেইলিইউকেবাংলা নিউজঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে লড়বেন এক হাজার ৮৪১ প্রার্থী।এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৯৬ জন।সোমবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখা এ তথ্য জানান।রোববার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।নির্বাচন কমিশন জানিয়েছে,এবার ১৯ দিন প্রচার কাজ চালানোর জন্য সময় পাচ্ছেন প্রার্থীরা।কেননা,প্রচার কাজ বন্ধ করতে হবে ২৮ ডিসেম্বর রাত ১২টায়।এবার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি,ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে।গত ২৮ নভেম্বর পর্যন্ত মোট তিন হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।আগামী ৩০ ডিসেম্বর হবে ভোটগ্রহণ।

এবার সর্বোচ্চ কুমিল্লা-৩ অাসনে ১৫ জন প্রার্থী রয়েছেন।কয়েকটি জেলায় তিনজন করে প্রার্থী রয়েছেন।ইতোমধ্যে সোমবার প্রার্থিদের প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের জন্য ৬৪টি প্রতীক সংরক্ষণ করেছে।এর মধ্যে ৩৯টি নিবন্ধিত দলকে দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের আলাদা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x