টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী
ডেইলিইউকেবাংলা নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার জন্য টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১২ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি।সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও পৈতৃক বাড়িতে দুপুরের খাবর শেষে নির্বাচনি জনসভায় অংশ নিতে কোটালীপাড়ায় যাবেন শেখ হাসিনা।
আজ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করছেন আওয়ামী লীগ সভাপতি।বিকালে কোটালীপাড়ায় নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি।দলের প্রচারণা কর্মসূচির বিষয়ে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান,১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় এক জনসভায় বক্তৃতা দেবেন। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সড়ক পথে ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়,ফরিদপুর মোড়,রাজবাড়ী মোড়, পাটুরিয়া ফেরিঘাট,মানিকগঞ্জ বাসস্ট্যান্ড,ধামরাই রাবেয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মাঠে ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনি প্রচার কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানান আব্দুর রহমান।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)