প্রধান বিচারপতির দফতর থেকে খালেদার আদেশের কপি ফেরত

ডেইলিইউকেবাংলা নিউজঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করা তিনটি পৃথক রিটের যাবতীয় নথি আদেশদানকারী হাইকোর্ট বেঞ্চে ফেরত পাঠিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।বুধবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো.সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন,হাইকোর্ট বেঞ্চের দুই বিচারকের মতামত স্পষ্টভাবে ফাইলে আসেনি।এ কারণে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিষয়টি স্পষ্ট করতে আদেশদানকারী বেঞ্চে পাঠিয়েছেন।হাইকোর্ট বেঞ্চ থেকে পুনরায় ফাইল পাওয়ার পর প্রধান বিচারপতি নতুন বেঞ্চ গঠন করে দিলে সেখানেই খালেদা জিয়ার রিটের নিষ্পত্তি হবে।

এর আগে গত ১১ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনী-১,বগুড়া-৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদনের ওপর বিভক্ত আদেশ দেন হাইকোর্ট।এর ফলে মামলাটি প্রধান বিচারপতির কাছে যায়।কিন্তু নথি স্পষ্ট করতে রিটের ওপর আদেশদানকারী বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো.ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তা ফেরত পাঠান প্রধান বিচারপতি।গত ৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল শুনানির পর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনের মনোনয়নপত্র বাতিল করা হয়।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত দেন।

শুনানিতে প্রার্থিতা বহালের পক্ষে মত দেন মাহবুব তালুকদার।এর বিপক্ষে মত দেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য তিনজন কমিশনার।পরে প্রার্থিতা বাতিল করা রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার পক্ষে গত ৯ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনটি রিট দায়ের করা হয়।প্রসঙ্গত,খালেদা জিয়া বগুড়া-৬ ও ৭ এবং ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেন।কিন্তু দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নপত্রগুলো বাতিল করে দেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x