জামায়াতকে নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের হুমকি ড. কামালের
ডেইলিইউকেবাংলা নিউজঃ জামায়াতে ইসলামী নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর চটে গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড.কামাল হোসেন।শুক্রবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান ড.কামালসহ ঐক্যফ্রন্ট নেতারা। স্মৃতিসৌধে ফুল দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।এ সময় যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামীর প্রসঙ্গে তার অবস্থান নিয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের ওপর চটে গিয়ে তিনি পাল্টা প্রশ্ন করেন,কত পয়সা পেয়েছো এসব প্রশ্ন করতে? চিনে রাখবো।কত পয়সা দিয়েছে? চুপ করো,খামোশ।
এর আগে ড.কামাল হোসেন বলেন,আজকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি।লাখো শহীদ জীবন বিসর্জন দিয়েছেন,সেই স্বাধীনতাকে আমরা ধরে রাখি।অর্থপূর্ণ করি সকলের জন্য।যারা ব্যক্তিস্বার্থ নিয়ে আখের গোছাতে চাচ্ছেন তাদের জন্য নয়।শোষণমুক্ত সুন্দর সমাজের জন্য আমরা কাজ করে যাচ্ছি।এর পূর্বশর্ত হচ্ছে জনগণের ঐক্য।তিনি বলেন,স্বাধীনতার স্বপ্নকে সামনে রেখে যারা এর আদর্শ এবং স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের বিরুদ্ধে কাজ করছেন,লোভ-লালসা নিয়ে লুটপাট করছেন তাদের হাত থেকে দেশকে মুক্ত করবো।
এরপর সাংবাদিকরা যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামীর প্রসঙ্গে ড.কামালকে তার অবস্থানের বিষয়ে প্রশ্ন করেন।এতে চটে যান তিনি।তখন তিনি সাংবাদিকদের উল্টো প্রশ্ন করেন,কত পয়সা পেয়েছো এসব প্রশ্ন করতে? চিনে রাখবো।কত পয়সা দিয়েছে? শহীদ মিনারের এসে শহীদদের অশ্রদ্ধা করো।শহীদদের কথা চিন্তা করো।চুপ করো,খামোশ।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)