নৌকায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন: প্রধানমন্ত্রী

ডেইলিইউকেবাংলা নিউজঃ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও সেবার সুযোগ দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শান্তি ও সমৃদ্ধির পথে বাংলাদেশ’ শীর্ষক ব্যবসায়ীদের এক সম্মেলনে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।এ সম্মেলনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংবর্ধনা দেয় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘শান্তিপূর্ণ হবে’ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন,‘জনগণ তাদের পছন্দের সরকারকে ভোটের মাধ্যমে বেছে নেবে।ব্যবসা বাণিজ্য ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারে না।আর এ ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে সরকার কাজ করছে।

শেখ হাসিনা বলেন,‘আমি দেশবাসীকে,এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে এবং  যারা উপস্থিত হতে পারেননি তাদেরকেও এবং সকল ব্যবসায়ীদের অনুরোধ করছি,নির্বাচনে  নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আমাকে সেবা করার সুযোগ দিন।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ে ব্যবসায়ীদের সহয়তা চান প্রধানমন্ত্রী।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x