অবশেষে খুলনা পুলিশ কমিশনারকে বদলি করে প্রজ্ঞাপন

ডেইলিইউকেবাংলা নিউজঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো.হুমায়ুন কবিরকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে বিতর্কিত যেসব পুলিশ কর্মকর্তার তালিকা দেয়া হয়েছিল তাতে হুমায়ূন কবিরের নাম ছিল।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তবে তার জায়গায় আপাতত কাউকে কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়নি।আদেশটি ১৭ ডিসেম্বর থেকে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।এর আগে গত ৬ ডিসেম্বর তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x