টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে টস হেরেছে বাংলাদেশ।টস জয়ী ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় মিরপুরের দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা।সিলেটের প্রথম টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। যদিও ওই ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। বিপরীতে সিরিজ জয়ের লক্ষ্যে নিয়ে মাঠে নামা ওয়েস্ট ইন্ডিজের একাদশও অপরিবর্তিত।

সিলেটের প্রথম টি-টোয়েন্টিতে আক্ষরিক অর্থেই উড়ে গেছে বাংলাদেশ। হতশ্রী ব্যাটিংয়ের পর ক্যারিবিয়ানদের পাওয়ার হিটিংয়ে বিধ্বস্ত টাইগাররা। তাতে আরেকবার কুড়ি ওভারের ক্রিকেটে ‘না পারা’র অপবাদ সেঁটে গেছে সাকিবদের গায়ে। মিরপুরে ফেরা ম্যাচ দিয়ে সেই অপবাদ ঘুচানোর সঙ্গে সিরিজও বাঁচাতে হবে বাংলাদেশকে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ অনুপ্রেরণা খুঁজে পাচ্ছে আগের টি-টোয়েন্টি সিরিজ থেকে। চার মাস আগে এই ক্যারিবিয়ানদের বিপক্ষেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পিছিয়ে থেকে জিতেছিল বাংলাদেশ। সেবার খেলেছিল আবার আয়োজক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম ম্যাচ ক্যারিবিয়ান অঞ্চলে খেলার পর বাকি দুটি খেলা হয়েছিল ফ্লোরিয়ায়। সেই সিরিজের মতো এবারও একই পরিস্থিতির সামনে সাকিবরা।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন দাস, আবু হায়দার, মোহাম্মদ সাইফউদ্দিন, আরিফুল হক।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, শিলডন কট্রেল, ওশানে থমাস।

Leave a Reply

Developed by: TechLoge

x