আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে, বিলাসিতার জন্য নয়: প্রধানমন্ত্রী

ডেইলিইউকেবাংলা নিউজঃ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আমরা পরপর দুবার ক্ষমতায় থেকে দেশ ও জনগণের ব্যাপক উন্নতি করতে পেরেছি।মানুষের ভাগ্য গড়েছি।দেশ ও জনগণের ভাগ্য গড়াটাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।সোমবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,আগামী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসতে পারলে দেশের কোনও মানুষ আর দরিদ্র থাকবে না। মানুষের জীবনমান কীভাবে উন্নত হয় সেভাবে পরিকল্পনা করা হয়েছে।উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের ধারাবাহিকতা দরকার।তাই আগামীতে দেশ ও জনগণের সার্বিক উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন,বিএনপি ক্ষমতায় থাকাকালীন শুধু তাদেরই ভাগ্যের পরিবর্তন হয়েছে,কিন্তু জনগণের কোনও উন্নয়ন হয়নি।তারা জোর করে ক্ষমতায় এসে মানুষের ওপর নির্যাতন,শোষণ ও অত্যাচার শুরু করে।তাই বিএনপিকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না।আওয়ামী লীগের সভাপতি বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কামরাঙ্গীরচরে ব্যাপক উন্নয়ন হয়েছে।অবহেলিত কামরাঙ্গীরচরকে অবকাঠামোগতভাবে উন্নত করা হয়েছে।আমরা এখানে সরকারি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি।

প্রধানমন্ত্রী বলেন,আগামী নির্বাচনে ক্ষমতায় এলে পুরো ঢাকা শহর ঘিরে এলিভেটেড রিং রোড তৈরি করা হবে, ঢাকা শহরে পাতাল রেল নির্মাণ করা হবে,ঢাকা শহরের চারপাশের নদী খনন করে নাব্য ফিরিয়ে আনা হবে,যারা খাল দখল করছে তাদের দখল কাজ বন্ধ করা হবে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x