নায়ক ফারুকের প্রার্থিতা বাতিল চেয়ে পার্থর রিট
ডেইলিইউকেবাংলা নিউজঃ ঋণখেলাপি হওয়ায় ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকবর হোসেন পাঠানের (চিত্র নায়ক ফারুক) প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে।ঋণ খেলাপির অভিযোগে এ রিট করেন তাঁরই প্রতিদ্বন্দ্বী বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে আগামী বুধবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।পার্থের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘ফারুক ঋণ খেলাপি এটা আত্মস্বীকৃত।ঋণ খেলাপি থেকে মুক্ত হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের আগে হাইকোর্টে উনি রিট করেন,কিন্তু কোনো আদেশ হয়নি।রুহুল কুদ্দুস কাজল বলেন,পরে হলফনামায় বলেছেন,ঋণ পুনঃতফসিলের আবেদন করা হলেও ব্যাংক কি করেছে আমার জানা নেই।অর্থাৎ তিনি ঋণ খেলাপি।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)