ষড়যন্ত্র বানচাল করা হয়েছে: বেনজীর আহমেদ
ডেইলিইউকেবাংলা নিউজঃ জাতীয় সংসদ নির্বাচনের চার দিন আগে মতিঝিল থেকে আট কোটি টাকা উদ্ধারের পর এমন কোটি কোটি টাকার সঙ্গে তারেক রহমানের সাবেক এক ব্যক্তিগত কর্মকর্তার সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছে র্যাব।এই অর্থের সঙ্গে জড়িত অভিযোগে এখন পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে। আটক তিন জনের মধ্যে একজন হাওয়া ভবনের সাবেক কর্মকর্তা বলে জানিয়েছে র্যাব।মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল সিটি সেন্টারের ২৭ তলায় অভিযান চালিয়ে আমদানি-রপ্তানি ও ঠিকাদারি কোম্পানি ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দারকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।দুবাই থেকে প্রায় দেড়শ কোটি টাকা এসেছে দাবি করে তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনের চার দিন আগে ভয়াবহ ষড়যন্ত্র বানচাল করা হয়েছে।এর অধিকাংশ টাকাই হুন্ডির মাধ্যমে দেশে আনা হয়েছে। উদ্দেশ্য ছিল, জাতীয় নির্বাচনকে প্রভাবিত করা।ইউনাইটেড করপোরেশন, ইউনাইটেড এন্টারপ্রাইজ ও আমেনা এন্টারপ্রইজের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ আনা হয়েছে বলে র্যাবের দাবি।
আমেনা এন্টারপ্রইজের মালিক মিয়া নূরুদ্দীন আহম্মেদ অপু। তিনি একাদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনে ধানের শীষের প্রার্থী হয়ে লড়ছেন।মঙ্গলবার তার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কোম্পানির এক কর্মকর্তাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।তাদের একজন হাওয়া ভবনের ‘ঘনিষ্ঠ’ ছিলেন বলে দাবি করেছেন র্যাব কর্মকর্তারা।বেনজীর আহমেদ বলেন,গতকাল শরীয়তপুর ৩ আসনের মিয়া নূরুদ্দীন অপুকে ৩ কোটি ৬০ লাখ টাকা পাঠানো হয়েছে। আমরা দেখেছি,ওই অঞ্চলে টাকা যাওয়ার পর ওখানকার দৃশ্যপট পরিবর্তন হয়েছে।তিনি বলেন,যেসব এলাকায় এই টাকা পাঠানো হবে বলে তালিকা পাওয়া গেছে, তালিকা ধরে সেসব স্থানে অভিযান চালানো হবে।নির্বাচনে এই টাকা যেন কোনো প্রভাব না ফেলতে পারে,সেজন্য সচেষ্টা থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)