ইভিএমের ৬ আসনে ‘মক ভোট’ ২৭ ডিসেম্বর

ডেইলিইউকেবাংলা নিউজঃ ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৭ ডিসেম্বর ছয়টি আসনে  ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মক (অনুশীলনমূলক) ভোটগ্রহণ হবে।এই আসনগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।ভোটারদের প্রশিক্ষণের স্বার্থেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

ইভিএম প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেনস বিভাগের অফিসার ইনচার্জ এস এম মাহমুদ আরাফাত জানান,আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ছয়টি আসনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত ২৬ নভেম্বর নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের জন্য ছয়টি আসন চূড়ান্ত করে ইসি।ইভিএমে ভোটের জন্য চূড়ান্ত হওয়া ছয় আসনে মোট ৮৪৫টি কেন্দ্র রয়েছে।আসনগুলোয় মোট ভোটার প্রায় ২১ লাখ ২৪ হাজার ৪১১ জন।কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে দৈবচয়ন পদ্ধতি অনুসরণ করে এসব আসন চূড়ান্ত করা হয়।আসন ছয়টি হলো ঢাকা-৫,ঢাকা-১৩,চট্টগ্রাম-৯,রংপুর-৩,খুলনা-২ এবং সাতক্ষীরা-২।আগে থেকে তৈরি তালিকায় থাকা ৪৮ আসনের মধ্য থেকে এ ছয় আসন চূড়ান্ত করা হয়।কমিশন সূত্রে জানা গেছে, প্রসঙ্গত,আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x