২২ কেন্দ্রের ভোট স্থগিত
ডেইলিইউকেবাংলা নিউজঃ একাদশ সংসদ নির্বাচনের ভোটের দিন গোলযোগ ও অনিয়মের কারণে কারণে সারা দেশে মোট ২২টি কেন্দ্র স্থগিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।
সারা দেশে ২৯৯ আসনে মোট ৪০ হাজার ৫১টি কেন্দ্রে রোববার এই ভোটগ্রহণ হয়।এই হিসেবে বাতিল হওয়া কেন্দ্রের সংখ্যা ০.০৫ শাতাংশের মত।ইসি সচিব বলেন, “মাত্র ২২টি কেন্দ্র স্থগিত হয়েছে।বাকি সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ও ভোটারদের ব্যাপক অংশগ্রহণে ভোট সম্পন্ন হয়েছে।ভোট ঘিরে সহিংসতায় দেশের ১১ জেলায় অন্তত ১৭ জন নিহত হওয়ার খবর এসেছে সারা দিনে,যাদের অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী। তারপরও আওয়ামী লীগ এ নির্বাচনকে ‘সংঘাতহীন’ বলছে।
অন্যদিকে বিএনপি সারাদেশে কেন্দ্র দখল,এজেন্ট বের করে দেওয়াসহ কারচুপির অভিযোগ এনেছে;বিভিন্ন আসন থেকে ধানের শীষের প্রার্থীদের ভোট বর্জনের ঘোষণা এসেছে।সন্ধ্যায় নির্বাচন ভবন থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা শুরুর প্রাক্কালে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন,“আজ বাংলাদেশে সবচেয়ে বড় উৎসব ভোটোৎসব হয়ে গেল।দেশের ২৯৯ আসনে আজ ভোট হয়েছে;ভোটের উৎসব হয়েছে।শান্তিপূর্ণভাবে ও ভোটারদের ব্যাপক অংশগ্রহণে ভোটোৎসব হয়েছে।সারাদেশে ‘কিছু’ সহিংস ঘটনা ঘটেছে মন্তব্য করে তিনি বলেন,“মাননীয় কমিশনের এগুলো নজরে এসেছে।এসব ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রত্যেকটি বিষয় আইন শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।”
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)