২৯৮ আসনের ফল ঘোষণা ইসির

ডেইলিইউকেবাংলা নিউজঃ

* মহাজোট ২৮৮ (আওয়ামী লীগ ২৫৯,জাতীয় পার্টি ২০,ওয়ার্কার্স পার্টি ৩,জাসদ ২,বিকল্পধারা ২,তরিকত ফেডারেশন ১, জাতীয় পার্টি (জেপি) ১)
* জাতীয় ঐক্যফ্রন্ট ৭ (বিএনপি ৫, গণ ফোরাম ২)
* স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৩ আসনে
* সহিংসতার কারণে নির্বাচন স্থগিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে
* প্রার্থীর মৃত্যুতে গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনে ভোট গ্রহণ ২৭ জানুয়ারি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের বেসরকারি ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ভোর চারটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে দল ভিত্তিক এই ফলাফল ঘোষণা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, প্রার্থীর মৃত্যুজনিত কারণে একটি আসনের নির্বাচন আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার একটি আসনের তিন কেন্দ্রের ভোট স্থগিত থাকায় ২৯৮টি আসনের ফলাফলা ঘোষণা করা হচ্ছে।এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা) ২৫৯টি আসন,জাতীয় পার্টি (লাঙ্গল) ২০,বিএনপি (ধানের শীষ) ৫,গণফোরাম ২,বিকল্পধারা বাংলাদেশ ২,জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২,বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩,তরিকত ফেডারেশন ১,জাতীয় পার্টি (জেপি) ১ এবং স্বতন্ত্র প্রার্থী ৩ আসনে জয় লাভ করেছে।

তিনি বলেন, ১০টি ছাড়া বাকিগুলো সব আসনে মহাজোট প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মহাজোট মোট ২৮৮টি আসন পেয়েছে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x