আন্তর্জাতিক গণমাধ্যমে আওয়ামী লীগের জয়

ডেইলিইউকেবাংলা নিউজঃ ভোট গ্রহণ শেষে ফল ঘোষণাও সম্পন্ন বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের।ফল অনুসারে শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয় মেয়াদের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।দেশীয় গণমাধ্যমের পাশাপাশি এ নির্বাচন নিয়ে সরব আন্তর্জাতিক গণমাধ্যমেও।বিশ্বের প্রভাবশালী সব সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে বাংলাদেশের নির্বাচনের খবরাখবর।

আজ সোমবার আন্তর্জাতিকভাবে প্রভাবশালী সংবাদমাধ্যম রয়টার্সে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রকাশিত সংবাদের শিরোনাম দেওয়া হয়েছে,শেখ হাসিনার বিজয় সুরক্ষিত,পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের’।সিএনএন লিখেছে, ‘বাংলাদেশে নির্বাচনী সহিংসতার মাঝে তৃতীয় দফা বিজয় হাসিনার’।যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিতে বলা হয় ‘বাংলাদেশের নির্বাচন : প্রধানমন্ত্রী হিসেবে নতুন দফায় নির্বাচিত শেখ হাসিনা’।এ ছাড়া দেশটির আরেক পত্রিকা দ্য গার্ডিয়ান লিখেছে,‘বাংলাদেশের নির্বাচনে বিপুল ভোটে প্রধানমন্ত্রী হাসিনার জয়,প্রহসন দাবি করে বিরোধীপক্ষের প্রত্যাখ্যান’।

নির্বাচন নিয়ে সরব যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন পত্রপত্রিকাও।দেশটির প্রভাবশালী সংবাদপত্র নিউইয়র্ক টাইমস নির্বাচন বিষয়ে তাদের শিরোনামে লিখেছে,সহিংসতার নির্বাচনে তৃতীয় মেয়াদে বিজয় বাংলাদেশ প্রধানমন্ত্রীর’।দেশটির আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম টাইম ম্যাগাজিনের শিরোনামে লেখা হয়েছে,বাংলাদেশের নির্বাচনে হাসিনার নেতৃত্বাধীন জোটের বিজয়,নির্বাচন কর্তৃপক্ষ জানায়’।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার শিরোনাম হলো ‘বাংলাদেশের নির্বাচনে হাসিনার জয়, বিরোধীদের প্রত্যাখ্যান’।

চীনা সংবাদ সংস্থা সিনহুয়া লিখেছে,বাংলাদেশের নির্বাচনে পাঁচ বছর মেয়াদে তৃতীয় দফা নির্বাচিত প্রধানমন্ত্রী হাসিনা’।অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ব্রিসবেন টাইমসের শিরোনাম,বাংলাদেশ নির্বাচনে বিশাল জয়ের ঘোষণা প্রধানমন্ত্রী হাসিনার’।অন্যদিকে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস লিখেছে,নির্বাচনে বিপুল জয় হাসিনার,কারচুপির অভিযোগ বিরোধীপক্ষের’।এদিকে ভারতের হিন্দুস্তান টাইমস,এনডিটিভি,ইন্ডিয়া টুডে, জিনিউজের পাশাপাশি পশ্চিমবঙ্গের বাংলা পত্রিকা আনন্দবাজারসহ দেশটির গুরুত্বপূর্ণ পত্রপত্রিকায় বড় পরিসরে এসেছে বাংলাদেশের নির্বাচনের খবর।

আনন্দবাজার নিজেদের শিরোনামে লিখেছে,‘আওয়ামী প্লাবনে খড়কুটোর মতো ভেসে গেল বিএনপি-জামায়াত জোট,বাংলাদেশে ইতিহাস’।এনডিটিভির শিরোনাম,‘বাংলাদেশে হাসিনার নিরঙ্কুশ বিজয়,পুনর্নির্বাচনের দাবি বিরোধীপক্ষের’।নির্বাচনের খবর প্রকাশিত হয়েছে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক পত্রিকা দৈনিক দ্য ডনেও। ‘বাংলাদেশে শেখ হাসিনার নিরঙ্কুশ জয়,পুনর্নির্বাচনের দাবি বিরোধীপক্ষের’ শিরোনামে এ বিষয়ক সংবাদ প্রকাশ করেছে পত্রিকাটি।এর বাইরেও বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা ফলাও করে ছেপেছে বাংলাদেশের নির্বাচনের খবর।

গতকাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর ঘোষিত ফল অনুসারে প্রতিদ্বন্দ্বী জোট ও দলগুলোকে বহু পেছনে ফেলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।প্রাপ্ত ফলাফলে দেখা যায়,দেশব্যাপী ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৭টি আসনেই জয়ী হয়েছে মহাজোট।বিরোধী পক্ষ জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ছয়টি আসন।এ ছাড়া সিলেট-২ আসনে দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে জয়ী হয়েছেন গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য মুকাব্বির খান।মহাজোটের বাইরে বরিশাল-৩ আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির উন্মুক্ত প্রার্থী গোলাম কিবরিয়া টিপু।এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন আরো তিনজন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত আছে।সেখানে এগিয়ে আছেন ঐক্যফ্রন্ট প্রার্থী উকিল আবদুস সাত্তার।এ ছাড়া গাইবান্ধা-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে আগামী ২৭ জানুয়ারি ভোটের দিন ঠিক করা হয়েছে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x