রাজনৈতিক প্রতিপক্ষের ওপর কোনো প্রতিহিংসা না দেখানোর আহ্বান ওবায়দুল কাদেরের
ডেইলিইউকেবাংলা নিউজঃ রাজনৈতিক প্রতিপক্ষের ওপর কোনো প্রতিহিংসা না দেখানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ সোমবার বেলা ১১টার দিকে নোয়াখালীর নিজ নির্বাচনী এলাকায় বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন,ধৈর্য ধরে সংযত হয়ে সবাই বিজয় আনন্দ উপভোগ করবেন। কেউ মারামারি করবেন না।তিনি বলেন,রাজনীতিতে জোয়ার ভাটা থাকবে।প্রতিপক্ষের ওপর কোনো বাড়াবাড়ি বা প্রতিহিংসা দেখানো যাবে না।আওয়ামী লীগের ঐতিহ্য আছে,তাই কারো বাড়িঘরে গিয়ে রাজনৈতিক কোনো রেষারেষি করবেন না।বিদ্বেষ,প্রতিহিংসার রাজনীতি করবেন না।কাদের বলেন,কোথাও কোনো বাড়াবাড়ি করা যাবে না।এখানকার অনেক এলাকায়ই সমস্যা হয়েছে।তবে,এই এলাকায় তেমন কোনো সহিংসতা হয়নি।এজন্য, প্রধানমন্ত্রী নেতাকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।যেকোনো মূল্যে এই বিজয়কে আত্মস্থ করতে হবে।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)