বিদেশি পর্যবেক্ষদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় বিকালে

ডেইলিইউকেবাংলা নিউজঃ বিদেশি গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের সঙ্গে আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশসহ সার্বিক বিষয়ে এ সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।

আজ দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আবদুর রহমান বলেন, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বিদেশি গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের শুভেচ্ছা জানাতে সংবাদ সম্মেলন করবেন। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও থাকবেন। তবে সংবাদ সম্মেলনটি কোথায় হবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x