লন্ডনে মোল্লাপুর ইউপি চেয়ারম্যানের সাথে বিয়ানীবাজার প্রবাসীদের মতবিনিময় (সাথে টিভি নিউজ )

আব্দুল কাদির চৌধুরী মুরাদ।।  বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক কৃতি ফুটবলার আব্দুল মান্নান’য়ের  সম্মানে লন্ডনে বিয়ানীবাজার ভিত্তিক বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দের দেয়া নৈশভোজ ও মতবিনিময় সভা ২৪ ফেব্রুয়ারি  রবিবার পূর্ব লন্ডনের তসলা রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়।

বাংলাদেশ সেন্টার লন্ডন’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে  ও  বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সাধারণ সম্পাদক এম মাসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায়  অন্যান্যের মধ্যে উপস্থিত  ছিলেন আব্দুল মুকিত খান মুক্তা,আফসার খান সাদেক,খায়রুল আলম,আব্দুল হাফিজ মানা,মোয়াজ্জেম হোসেন মজনু, আব্দুল কাদির চৌধুরী মুরাদ,আলী আহমদ বেবুল, লুৎফুর রহমান,সাহেদ আহমদ,আকবর হোসেন রবিন,মাহমুদ সেলিম,মোজাহিদুল ইসলাম,আব্দুল আহাদ, দিলাল আহমদ, এমরান আহমদ, জাকির হোসেন,শামীম আহমদ পারভেজ,কয়েছ আহমদ,খায়রুল ইসলাম আলিম,জসিম উদ্দিন,দেলওয়ার হোসেন দেলু,কামরুল হোসেন মুন্না, জুবের আহমদ,মুজিব রহমান,তাওহিদ হোসেন মানিক ও আরো অনেকে ।

সভায় চেয়ারম্যান মান্নান শুধু নিজ ইউনিয়ন নয়, বিয়ানীবাজার উপজেলার উন্নয়নেও তাঁর প্রচেষ্টা থাকার কথাও ব্যক্ত করেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x