সৌদি থাকাকালীন ঘটনাবলী নিয়ে এখনো নিশ্চুপ হারিরি
আন্তর্জাতিকঃ লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, সৌদি আরবে অবস্থানের সময় সেখানে কী ঘটেছে তা অপ্রকাশিত থাকবে। ওই সময় তার জীবনে কী ঘটেছে তা তিনি আলোচনা করতে চান না বলেও জানিয়েছেন হারিরি।ফ্রান্সের টেলিভিশন চ্যানেল সি নিউজকে সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন।
দাবি করেন, পদত্যাগের ঘোষণার মাধ্যমে তিনি লেবাননের জনগণের মধ্যে ‘ইতিবাচক চেতনা’ তৈরি করতে চেয়েছিলেন।পদত্যাগের বিষয়ে তার ওপর সৌদি আরবের পক্ষ থেকে কোনো চাপ ছিল না।হিজবুল্লাহকে ‘ইরানের হস্ত’ হিসেবে মন্তব্য করে সাক্ষাৎকারে হারিরি বলেছেন,‘তারা দেশের ভেতরে একটি দেশ তৈরি করেছে।’ যদি হিজবুল্লাহ তার অবস্থানে পরিবর্তন না আনে তাহলে তিনি পদত্যাগ করবেন বলেও জানিয়েছেন হারির।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর সাদ হারিরি সৌদি আরব গিয়ে হিজবুল্লাহ ও ইরানকে আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য অভিযুক্ত করে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এ ঘটনায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়। তবে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন দাবি করেন, সৌদি আরবের চাপেই হারিরি এ ঘোষণা দিতে বাধ্য হয়েছেন।ফ্রান্সের মধ্যস্থতায় ২২ নভেম্বর হারিরি লেবাননে ফিরে আসলেও প্রধানমন্ত্রীত্বের পদ থেকে সরে দাঁড়াননি।