সিনেমার নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে সৌদি আরবে
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংস্কার নীতি বাস্তবায়নের সুবাদে আবার সিনেমা দেখতে পারবে সৌদি আরবের লোকজন।সিনেমার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা দীর্ঘ তিন দশক পর তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। শিগগিরই সিনেমার লাইসেন্স দেওয়া শুরু হবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।সৌদি আরবের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবিলম্বে সিনেমার লাইসেন্স দেওয়া শুরু হবে এবং ২০১৮ সালের মার্চ মাস নাগাদ লোকজন হলে গিয়ে সিনেমা দেখতে পারবে।রক্ষণশীল সুন্নি মুসলিমদের দেশ হলেও ১৯৭০-এর দশকে সৌদি আরবে সিনেমা দেখার সুযোগ ছিল। কিন্তু ধর্মীয় মোড়লদের বাধার মুখে তা বন্ধ করে দেয় সরকার।সম্প্রতি সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখ সিনেমার দুরাচার সম্পর্কে সতর্ক করে বলেন, এগুলো দেখার সুযোগ দিলে তাতে নৈতিক স্খলন ঘটবে।
তথ্যসূত্র : বিসিসি অনলাইন