জেরুজালেমে দূতাবাস খোলার ঘোষণা এরদোগানের
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্ক অল্প কিছুদিনের মধ্যেই পূর্ব জেরুজালেমে দূতাবাস খুলবে বলে ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। রবিবার এক ভাষণে তিনি এ কথা বলেন।এর আগে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে ওআইসির সম্মেলনে মুসলিম বিশ্বকে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে আহ্বান জানিয়ে ছিলেন। এরদোগান বলেন, আল্লাহ চাইলে অল্প কিছুদিনের মধ্যে পূর্ব জেরুজালেমে আনুষ্ঠানিকভাবে দূতাবাস খুলব। তিনি তার বক্তব্যে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির সমালোচনা অব্যাহত রাখেন। রয়টার্স।