বৈশ্বিক সাইবার হামলার পেছনে উ. কোরিয়া: মার্কিন যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের মাঝামাঝিতে হাসপাতাল, ব্যাংকসহ বিশ্বের অসংখ্য প্রতিষ্ঠানে ওয়ানাক্রাই সাইবার হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।সোমবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা টম বোসার্ট ওই হামলার জন্য পিয়ংইয়ংকে দোষ দিয়েছেন। এর মাধ্যমে প্রথমবারের মতো গত মে মাসের সাইবার হামলার জন্য উত্তর কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে দুষল যুক্তরাষ্ট্র।বিশ্বের ১৫০টি দেশের প্রায় তিন লাখ কম্পিউটার সাইবার ওয়ানাক্রাই হামলার শিকার হয়েছিল। এর ফলে হামলার শিকার প্রতিষ্ঠানগুলোকে শত কোটি ডলারের ক্ষতি গুনতে হয়েছিল।বোসার্ট তার নিবন্ধে বলেছেন,‘দশকেরও বেশি সময় ধরে উত্তর কোরিয়া লাগামছাড়া মন্দ কাজ করে যাচ্ছে, এর বিদ্বেষপরায়ণ আচরণ আরও প্রবল হচ্ছে।’ওয়ানাক্রাইকে ‘বিবেচনাহীন বেপরোয়া’ হামলা বলেও উল্লেখ করেছেন তিনি।প্রমাণের ভিত্তিতেই’এই অভিযোগ করা হচ্ছে দাবি করে বোসার্ট বলেছেন, উত্তর কোরিয়াকে অবশ্যই এর জন্য দোষী সাব্যস্ত করতে হবে এবং দেশটির সাইবার হামলা চালানোর ক্ষমতা কমানোর জন্য যুক্তরাষ্ট্র ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি’ অব্যাহত রাখেবে।এ ব্যাপারে উত্তর কোরিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশটি এর আগে ওয়ানাক্রাই হামলায় নিজেদের সংশ্লিষ্টতার দাবি প্রত্যাখ্যান করেছিল।