রাজস্থানে সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজস্থান রাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনায় নারী ও শিশু মিলে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন।

আজ শনিবার সকালে রাজস্থানের সাওয়াই মাধোপুরের দুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পর্যটকবোঝাই একটি বাস সাওয়াই মাধোপুর থেকে লালসোটের দিকে যাচ্ছিল। পথে স্থানীয় বানাস নদীর ওপর একটি ব্রিজে উঠতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ব্রিজের রেলিং ভেঙে প্রায় ৫০ ফুট ওপর থেকে নিচে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই অন্তত ৩০ যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।পুলিশ আরো জানায়, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে। খবর পেয়ে স্থানীয় তিনটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ছাড়া ঘটনাস্থলে ১২টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় জেলা শাসক কৈলাস চন্দ্র বার্মা ও পুলিশ সুপার (এসপি) মামান সিং।এ বিষয়ে দুবি পুলিশ স্টেশনের কর্মকর্তা সুভাষ মিশ্রা জানান, উদ্ধারকাজ চলছে। জীবিত যাত্রীদের খোঁজে সন্ধান চালানো হচ্ছে।

Leave a Reply

Developed by: TechLoge

x