আফগান বার্তা সংস্থায় আত্মঘাতী হামলায় নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বার্তা সংস্থার অফিস ও সাংস্কৃতিক কেন্দ্রের কাছে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, আজ বৃহস্পতিবার দিনের কর্মব্যস্ত সময়ে আফগান ভয়েস নামের বার্তা সংস্থা ও তৈয়বা সাংস্কৃতিক কেন্দ্রের খুব কাছে এ হামলা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে ওয়ান টিভি জানিয়েছে, হামলার নেপথ্যে রয়েছে আত্মঘাতী একজন হামলাকারী। এতে বেঁচে গেছেন এমন একজন বলেছেন, তৈয়বা সাংস্কৃতিক কেন্দ্রে সামাজিক ও সাংস্কৃতিক একটি অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ।
এমন সময় সেখানে তীব্র শক্তিশালী বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ছবি ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায়, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। রক্তে সয়লার চারদিক। তার মধ্যে পড়ে থাকা মানুষ আর্তনাদ করছেন। অন্য ছবিতে দেখা যায়, ঘটনাস্থলে বিক্ষিপ্ত ছড়িয়ে আছে মৃতদেহ। টুইটারে এ হামলার কড়া নিন্দা জানিয়েছে আফগান জার্নালিস্টস সেফটি কমিটি।