যুক্তরাষ্ট্র থেকে দূত ফিরিয়ে নিচ্ছে ফিলিস্তিন
আন্তর্জাতিক ডেস্কঃ জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিনের আচরণ কেমন হবে সে বিষয়ে আলোচনা এবং নির্দেশনা দিতে দেশটিতে নিযুক্ত ফিলিস্তিনি দূতকে ডেকে পাঠানো হয়েছে।জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা দেয়ার আগেই অবশ্য ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদ আহ্বান ঘোষণা দিয়েছিলেন- এমন কাজ করলে যুক্তরাষ্ট্র গ্রহণযোগ্যতা হারাবে। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ফিলিস্তিন আর যুক্তরাষ্ট্রের কোনো প্রস্তাব মেনে নেবে না।এমন পরিস্থিতির মধ্যেই রোববার যুক্তরাষ্ট্রে পিএলও রাষ্ট্রদূত হুসাম জুমলতকে ডেকে পাঠিয়েছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি।এদিনও ফিলিস্তিন প্রধানমন্ত্রী বলেছেন, জেরুজালেম হচ্ছে ফিলিস্তিনি জনগণের চিরস্থায়ী রাজধানী।গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির পর ফিলিস্তিনে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব ছড়িয়ে পড়ে। ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে।দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস ইন্তিফাদা বা অসহযোগের ডাক দেয়। এর পর থেকে ইসরাইলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৩ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজারেরও বেশি।মার্কিন ওই স্বীকৃতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে সংখ্যাগরিষ্ঠ ভোটে একটি প্রস্তাবও গ্রহণ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। যে প্রস্তাবে জেরুজালেম প্রশ্নে কোনো একক দেশের সিদ্ধান্ত ‘অকার্যকর’ ও ‘বাতিলযোগ্য’ বলে গ্রহণ করা হয়।১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুজালেম দখল করে ইসরাইল এবং এর পর থেকে তারা পুরো শহরটিকে রাজধানী বলে দাবি করে আসছে, যা ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষের অন্যতম প্রধান কারণ।