দুই কোরিয়ার আলোচনার প্রস্তাব নববর্ষের উপহার: অলিম্পিক কমিটি

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়া সোমবার পিয়ংইয়ংয়ের সঙ্গে আগামী ৯ জানুয়ারি উচ্চ পর্যায়ের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সিউলের সঙ্গে সম্পর্কোন্নয়ন এবং শীতকালীন অলিম্পিকে গেমসে তার দেশ অংশ নিতে পারে এ আভাস দেয়ার পর দক্ষিণ কোরিয়া মঙ্গলবার এ আলোচনার প্রস্তাব দেয়। খবর এএফপি’র।

দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রী চো মিউং গিওন বলেন, ‘যেকোনো সময় যেকোনো স্থানে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা অনুষ্ঠানে আমাদের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করছি।’ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আশা করছি দক্ষিণ ও উত্তর কোরিয়া সরাসরি আলোচনায় বসে পিয়ংচাং গেমসে উত্তর কোরিয়ার প্রতিনিধির অংশ নেয়ার ব্যাপারে আলোচনা করতে পারে।

এছাড়া তারা আন্তঃকোরীয় সম্পর্কোন্নয়নে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে পারে।’ উল্লেখ্য, ২০১৫ সালে সর্বশেষ দুই কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এএফপি।

Leave a Reply

Developed by: TechLoge

x