ইরানে বিক্ষোভে ৩ গোয়েন্দা কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে পশ্চিমাঞ্চলে বিক্ষোভে দেশটির অন্তত তিনজন গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, পিরানশাহর শহরে এই সহিংসতার ঘটনা ঘটে। ইরানের রেভ্যুলশনারি গার্ড কর্প থেকে এক বিবৃতির মাধ্যমে নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়।২০১৭ সালের ২৮ ডিসেম্বর ইরানে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সহস্রাধিক মানুষ। রুহানির সঙ্গে ফোনালাপে এরদোয়ান বলেন, তার প্রত্যাশা কয়েক দিনের মধ্যেই এ বিক্ষোভের ইতি ঘটবে।বিক্ষোভের জন্য ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবকে দুষছে ইরান। তবে বিক্ষোভের নেপথ্যে মার্কিন উসকানির অভিযোগ নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Developed by: TechLoge

x