৬ অভিযোগে অভিযুক্ত নিউ ইয়র্কে হামলাকারী বাংলাদেশী আকায়েদ উল্লাহ
আন্তর্জাতিক ডেস্কঃ নিউ ইয়র্কের পাতালপথে হামলার দায়ে আটক বাংলাদেশী নাগরিক আকায়েদ উল্লাহকে ৬ দফা সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট। বুধবার তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। এ খবর দিয়েছে এপি এবং নিউ ইংল্যান্ড ক্যাবল নিউজ (এনইসিএন)। এতে বলা হয়, স্থান-কাল-পাত্র বিবেচনায় এটা স্পষ্ট প্রতীয়মান যে, বোমা বিস্ফোরণের মূল উদ্দেশ্য ছিল- যত বেশি সম্ভব ক্ষয়ক্ষতি ঘটানো এবং এর মাধ্যমে নিউ ইয়র্কের জনমনে আইসিসের (ইসলামিক স্টেট) আতঙ্ক ছড়ানো। অভিযোগ পড়ে শোনান ভারপ্রাপ্ত সহকারী এটর্নি জেনারেল বনেটে। অভিযোগপত্রে আকায়েদ উল্লাহর বিরুদ্ধে ৬ দফা অভিযোগ আনা হয়েছে।এর মধ্যে রয়েছে, ইসলামিক স্টেটকে সহায়তা, জনবিধ্বংসী অস্ত্র ব্যবহার, লোকালয়ে বোমা বিস্ফোরণ, বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে জনগণের বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, গণপরিবহনে সন্ত্রাসী হামলার চেষ্টা এবং সহিংসতাকালীন বিধ্বংসী ডিভাইস ব্যবহার- এর অভিযোগ। অভিযোগের শুনানিতে বৃহস্পতিবার আদালতে এক আইনজীবীর মুখোমুখি হবার কথা তার। বর্তমানে আকায়েদ উল্লাহ লোয়ার ম্যানহ্যাটনের মেট্রোপলিটান সংশোধনাগারে রয়েছে।