যুক্তরাষ্ট্রের সরকারের অচলাবস্থার অবসান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিলে স্বাক্ষরের মধ্য দিয়েই দেশটিতে সরকারি কাজে অচলাবস্থার অবসান হয়েছে।  গতকাল সোমবার সন্ধ্যায় ওই বিলটিতে অনুমোদন দেওয়ার পরই অবসান হয় তিন দিন ধরে চলা অচলাবস্থার।মার্কিন প্রশাসনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন। আজ মঙ্গলবার থেকে থেমে থাকা সরকারি কাজ আবার শুরু হবে।

বিলটি পাস হওয়ায় ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাময়িকভাবে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। এর আগে অভিবাসন বিষয়ে সিনেটের নেতা চাক শুমার ও রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেলের মধ্যে একটি সমঝোতা হয়। পরে হাউস ও সিনেটের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। হাউসে ২৬৬-১৫৯ ভোটে পাস হয় প্রস্তাবটি। এবার আগের চেয়ে ৩৬টি ভোট বেশি পড়ে। আর সিনেটে বিলটি ৮১-১৮ ভোটে পাস হয়।

এর পর গত রাতেই বিলটিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।গত শনিবার সরকারি কাজে অচলাবস্থা তৈরির পর থেকে বন্ধ হয়ে যায়  শিক্ষা ও বাণিজ্য, আবাসন ও পরিবেশসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। তবে জরুরি সেবা বিভাগগুলো এর আওতার বাইরে ছিল।অচলাবস্থার ফলে বিপাকে পড়েন সাধারণ নাগরিকসহ সরকারি কর্মকর্তারা।সর্বশেষ ২০১৩ সালে ১৬ দিনের জন্য মার্কিন সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল।

Leave a Reply

Developed by: TechLoge

x