সু চি’র কথিত রোহিঙ্গা প্যানেল থেকে বিল রিচার্ডসনের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্কঃ রোহিঙ্গা সঙ্কট সংক্রান্ত আন্তর্জাতিক প্যানেল থেকে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান কূটনীতিক বিল রিচার্ডসন। মিয়ানমারের নেত্রী অং সান সূচি রোহিঙ্গা সঙ্কট সমাধানে আন্তর্জাতিক ব্যক্তিত্বের সমন্বয়ে ওই প্যানেলটি গঠন করেন। বিল রিচার্ডসন ওই প্যানেলের সদস্য। তিনি যুক্তরাষ্ট্রের একজন বর্ষীয়ান কূটনীতিবিদ। কাজ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনে পরামর্শক হিসেবে। পদত্যাগের সময় তিনি ওই প্যানেলের কর্মকা- নিয়ে সংশয় প্রকাশ করেন।
প্যানেলটিকে তিনি ‘একটি ধোঁকাবাজি’ বলে অভিহিত করেন। রোহিঙ্গা সঙ্কটে অং সান সূ চি’র ‘মানবিক নেতৃত্ব’ প্রশ্নবিদ্ধ বলেও অভিযোগ করেন। রিচার্ডসনের এই মন্তব্যে এখনো কোন প্রতিক্রিয়া জানায় নি মিয়ানমার সরকার। তবে ওই প্যানেলের একজন সদস্য তার এমন মন্তব্যকে অসমীচীন বলে উল্লেখ করেন। উল্লেখ্য, রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ উগ্রপন্থীদের নাশকতাকে ‘জাতি নির্মূলের পুঁথিগত উদাহরণ’ বলে অভিহিত করেছে জাতিসংঘ। অবশ্য, মিয়ানমার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে। বার্তা সংস্থা রয়টার্সকে পদত্যাগের কারণ জানাতে গিয়ে রিচার্ডসন বলেন, আমি মিয়ানমার সরকারের লোক দেখানো ‘পুতুল’ উপদেষ্টা হতে চায় নি। আরও বলেন, সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে মিয়ানমারের নেত্রী অং সান সূচির সঙ্গে তার বাকবিতন্ডতা হয়। ওই বৈঠকে তিনি মিয়ানমারে গ্রেপ্তারকৃত রয়টার্সের দুই সাংবাদিকের মুক্তির পক্ষে কথা বলেন। কারণ ওই সাংবাদিকেরা রোহিঙ্গা সঙ্কট নিয়েই কাজ করছিলো। এ সময় সূচি ক্ষিপ্ত হয়ে বলেন, সাংবাদিক গ্রেপ্তারের প্রসঙ্গ প্যানেলের উপদেষ্টা পরিষদের কাজের অন্তর্গত বিষয় না। মি. রিচার্ডসন আরো বলেন, যেভাবে সূচি গণমাধ্যম, জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থা সমূহকে অবজ্ঞা করে আসছেন, তাতে তিনি চরম বিস্মিত। বলেন, আমি ব্যক্তিগতভাবে সূচিকে পছন্দ এবং শ্রদ্ধা করি। তাকে আমি ৮০’র দশক থেকে চিনি। কিন্তু রাখাইনে রোহিঙ্গা ইস্যুতে তিনি মানবিক নেতৃত্ব প্রদর্শনে ব্যর্থ হয়েছেন। তিনি তার আশপাশের পরামর্শকদের কাছ থেকেও ভাল কোন পরামর্শ পাচ্ছেন না। অবশ্য, এ প্রসঙ্গে ওই পরামর্শক প্যানেলের আরেকজন সদস্য এবং দক্ষিন আফ্রিকার সাবেক প্রতিরক্ষামন্ত্রী রয়েলফ মেয়ার রয়টার্সকে বলেছেন, রোহিঙ্গা সংকটে গঠিত উপদেষ্টা প্যানেল সরকারের ‘হাতের পুতুল’ এমন অভিযোগ কেউ করে থাকলে তা পুরোপুরি বেখাপ্পা। কারণ, এই প্যানেল এখনো পর্যন্ত কোন পরামর্শ প্রদান করে নি।