বিবিসির গবেষণা আফগানিস্তানের ৭০ ভাগ এলাকায় তালেবান

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের ৭০ শতাংশ জায়গাতেই জঙ্গি গোষ্ঠী তালেবান প্রকাশ্যে তৎপর রয়েছে বলে নতুন এক সমীক্ষায় জানাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম- বিবিসি। যদিও তালেবানকে পরাজিত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট দেশটিতে শত শত কোটি ডলার খরচ করেছে। এ নিয়ে গত কয়েক মাস ধরে আফগানিস্তানে সমীক্ষা চালায় বিবিসি। এতে দেখা যাচ্ছে ২০১৪ সালে বিদেশি সেনারা চলে যাওয়ার সময় আফগানিস্তানের যতখানি জায়গা তালেবানের নিয়ন্ত্রণে ছিল, এখন তার চাইতে অনেক বেশি জায়গা তারা নিয়ন্ত্রণ করে। তবে আফগান সরকার বিবিসির এই রিপোর্টকে অতটা গুরুত্ব না দিয়ে বলেছে, সরকারই বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে।আফগানিস্তানে সম্প্রতি তালেবান এবং ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী হামলা বেড়ে গেছে। রাজধানী কাবুল এবং অন্যান্য শহরে সম্প্রতি বেশ কিছু হামলায় বহু মানুষ নিহত হয়েছে। আফগান সরকার এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সঙ্গে কোনো শান্তি আলোচনার কথা নাকচ করে দিয়েছেন। গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন যে আফগানিস্তানে মার্কিন সেনারা অনির্দিষ্টকাল ধরে থাকবে। বিবিসি।

Leave a Reply

Developed by: TechLoge

x