ফিদেল কাস্ত্রোর ছেলে দিয়াজের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ কিউবার প্রয়াত প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর জ্যেষ্ঠ পুত্র বৃহস্পতিবার আত্মহত্যা করেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।কিউবার সরকারি সংবাদপত্র গ্রানমার খবরে বলা হয়, ‘ফিদেল ক্যাস্ট্রো দিয়াজ-বালার্ট আজ সকালে আত্মহত্যা করেছেন। বিষন্নতায় ভোগার কারণে তিনি কয়েকমাস ধরে চিকিৎসকদের কাছে চিকিৎসা নিচ্ছিলেন।ক্যাস্ট্রো দিয়াজ-বালার্টের শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হতে থাকায় প্রাথমিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও পরে বহির্বিভাগের রোগীর সাথে তার চিকিৎসা অব্যাহত রাখা হয়।তিনি ছিলেন বিপ্লবী ক্যাস্ট্রোর প্রথম স্ত্রী মির্তা দিয়াজ-বালার্টের সন্তান। ১৯৪৯ সালের ১ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। সাবেক সোভিয়েত ইউনিয়নে প্রশিক্ষণ প্রাপ্ত বিজ্ঞানী ফিদেল জুনিয়র কমিউনিষ্ট শাসিত এ দেশে পারমাণবিক কর্মসূচি উন্নয়নে কাজ করেন।রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, পারিবারিকভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হবে।

Leave a Reply

Developed by: TechLoge

x