৭১ যাত্রী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, সবার মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্কঃ ৭১ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। রোববার বিকেলে মস্কোর দমোদিদভো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি রাডার থেকে হারিয়ে যায়। বিমানের সব আরোহী নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম।রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, আঞ্চলিক রুটে চলাচলকারী দ্য সারটভ এয়ারলাইন্সের এএন-১৪৮  উড়োজাহাজটি মস্কো থেকে রাশিয়ার দক্ষিণের শহর অরস্ক যাচ্ছিল। এতে ৬৫ জন আরোহী ও ছয়জন ক্রু ছিল।বার্তা সংস্থাটি জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। এটি মস্কো অঞ্চলের রামেনস্কি জেলায় বিধ্বস্ত হয়েছে বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।একটি সূত্র ইন্টারফ্যাক্সকে বলেছে, ‘ক্রু ও যাত্রীদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।বার্তা সংস্থা তাস জানিয়েছে, ধ্বংসাবশেষের জায়াগা চিহ্নিত করা হয়েছে। কোনো আরোহীই আর বেঁচে নেই।এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজের কোনো  আরোহীই বেঁচে  নেই। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন।

Leave a Reply

Developed by: TechLoge

x