প্যারাডাইস পেপারসে মুসা বিন শমসেরসহ আরও রাঘব বোয়াল
আন্তর্জাতিক ডেস্কঃ ট্যাক্স ফাঁকি দিতে মাল্টায় বিভিন্ন কোম্পানিতে অর্থ বিনিয়োগ করার নতুন তালিকা প্রকাশ হয়েছে। প্যারাডাইস পেপারসে বুধবার প্রকাশিত এ তালিকায় রয়েছে নতুন ২০ জন বাংলাদেশীর নাম। তার মধ্যে রয়েছেন মুসা বিন শমসের, জুলফিকার আহমেদ, মোহাম্মদ এ মালেক, শাহনাজ হুদা রাজ্জাক, ইমরান রহমান, মোহাম্মদ এ আওয়াল, আতিকুজ্জামান, তাজুল ইসলাম তাজুন, ফারহান আকিবুর রহমান, আমানুল্লাহ চাগলা, মাহমুদ হোসেন, মোহাম্মদ কামাল ভুইয়া, তুহিন ইসলাম সুমন, মাহতাব রহমান, মো. ফজলে এলাহি চৌধুরী, ইউসুফ খালেক, ফারুক পালোয়ান, খন্দকার আসাদুল ইসলাম। এ তালিকায় দুটি নাম দুবার করে রয়েছে। কর ফাঁকি দিতে এসব ব্যক্তি মাল্টায় কোম্পানি খুলেছিলেন বলে বলা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ পায় নি।
ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস এ তথ্য ফাঁস করেছে। এর আগে পানামা পেপারস ফাঁস হয়, প্যারাডাইস পেপারস ফাঁস হয়। তার জের ধরে প্রধানমন্ত্রীত্ব হারান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বেরিয়ে আসতে থাকে বিশ্বের ক্ষমতাধর অনেক ব্যক্তির গোপন বিনিয়োগের তথ্য। তারা কর ফাঁকি দিতে বিভিন্ন অফসোর কোম্পানিতে বিনিয়োগ করেন। এর আগে প্যারাডাইস পেপারসে ১০ বাংলাদেশীর নাম প্রকাশ পায়।