ইহুদি নেতাদের সঙ্গে বৈঠক করলেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক,যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্র সফরকালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ডানপন্থি একাধিক ইহুদি সংগঠনের নেতাদের সঙ্গে দেখা করেছেন। ফিলিস্তিনে অবৈধভাবে ইহুদি বসতি স্থাপনের সহযোগী ও সমর্থনকারী এসব ইহুদি নেতার সঙ্গে সৌদি আরবের কোনো নেতার এ ধরণের বৈঠক রীতিমতো বিরল ঘটনা। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বরাত দিয়ে বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।যেই গ্রুপগুলোর সঙ্গে সৌদি যুবরাজ দেখা করেছেন, সেগুলোর মধ্যে ফিলিস্তিনে অবৈধভাবে ইহুদি বসতি স্থাপনে লাখ লাখ মার্কিন ডলার অনুদানকারী সংগঠন ছাড়াও রয়েছে স্ট্যান্ড আপ ফর ইসরায়েল (এডিএল) ও জিউশ ফেডারেশন্স  অব নর্থ আমেরিকা (জেএফএনএ)। এছাড়া ইসরায়েল ও এর জনগণের নিরাপত্তার পক্ষে কাজ করা সংগঠন বিনাই বার্থ এবং আমেরিকান জিউশ কমিটি (এজেসি)। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত জেএফএনএ ইসরায়েলে অবৈধ ইহুদি বসতি নির্মাণের জন্য ৬০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছিল। এছাড়া এই সংগঠনটি যেসব ইহুদি ফিলিস্তিনিদের ওপর হামলার কারণে দোষী সাব্যস্ত হয় তাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করে এই সংগঠনটি।

সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। তবে সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে সৌদি আকাশের ওপর দিয়ে ইসরায়েল থেকে ভারতে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে গত মাসে।কাতার ইউনিভার্সিটির গালফ স্টাডিজ প্রোগ্রামের পরিচালক মাহজুব জিউরি বলেছেন, যুবরাজ মোহাম্মদ যুক্তরাষ্ট্রের কাছে সৌদি আরবকে নতুনভাবে উপস্থাপন করতে চাচ্ছেন, যে দেশটি এখন নমনীয় ও পরিবর্তনে আগ্রহী।তিনি বলেন, ‘আরব নেতাদের মাঝে পুরনো একটি ভাবনা রয়েছে যে ইসরায়েল সমর্থক নেতারা ওয়াশিংটন ডিসির দরজায় প্রহরী হিসেবে থাকে। এদের মধ্যে এআইপিএসির মতো ব্যবসায়ী সংগঠনের নেতারা ও ইসরায়েল সংশ্লিষ্ট অন্যান্য গ্রুপগুলো রয়েছে। এমবিএস (মোহাম্মদ বিন সালমান) সেই প্রথাই অনুসরণ করছেন। তিনি যুক্তরাষ্ট্রের সামনে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং তাদের দেখাচ্ছেন তিনি ইসরায়েল-ফিলিস্তিন নিয়ে তাদের পরিকল্পনা ও জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করছেন।’

Leave a Reply

Developed by: TechLoge

x